নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সর্বজনীন পেনশন স্ক্রীম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণের মাঝে এই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ই মে) দুপুরে উপজেলার বুড়িঘাট পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় সার্কেল অ্যাডজুটেন (অ.দা) এবং নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ, স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা খাঁন, মো. মিজানুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, আনসার ভিডিপি সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সর্বজনীন পেনশন স্ক্রীম ঘোষণা করেছেন তা সকলের জন্য কল্যাণ বয়ে আনবে। এই স্ক্রীমের মাধ্যমে শুধু সরকারী চাকুরিজীবীরাই নয়, সর্বস্তরের জনগনই পাবে ভবিষ্যৎ এর নিশ্চয়তা। তাই সকল কে পেনশন স্ক্রীমের সেবা নিতে বক্তারা আহ্বান জানান।
এবিষয়ে আমিমুল এহসান মুঠোফোনে প্রতিবেদক কে জানান, সরকারের সকল দপ্তর, জনপ্রতিনিধি, সুশিল সমাজসহ সর্বস্তরের জনগণ কে সাথে নিয়ে সরকারের যে মহৎ উদ্যোগ সর্বজনীন পেনশন স্ক্রীম জনগণ যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে এবং সবাই যেন এতে উদ্বুদ্ধ হয় এজন্য সবাই কে নিয়ে আমরা কাজ করছি।
বিশেষ করে পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠি, যারা একেবারেই পিছিয়ে তারা যেন সমতা স্ক্রীমের অর্ন্তভুক্ত হয়ে, পাশাপাশি যারা স্বামর্থবান তারা যেন সুরক্ষা স্ক্রীম, যারা বেসরকারী চাকুরী করেন তারা যেন প্রগতি স্ক্রীমের অর্ন্তভুক্ত হয়ে এবং যারা প্রবাসে আছেন তারা প্রবাস স্ক্রীমের অর্ন্তভুক্ত হন। সকলের ভবিষ্যৎ যেন সুন্দর হয় এবং সকলেই যাতে পেনশন স্ক্রীমের আওতায় আসেন সেজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।