নিজস্ব প্রতিনিধিঃ
অসমতার বিরুদ্ধে লড়াই করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি র্যালী বের করা হয়। অফিসার ক্লাব হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় উপজেলা প্রাঙ্গনে এসে র্যালী শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন অতিথিরা।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহার সঞ্চালনায় এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শাহরিয়ার মুক্তার বলেন, বাংলাদেশ দূর্যোগ প্রবন একটি দেশ, পার্বত্যাঞ্চলে এর ঝুকি আরো বেশি। বিভিন্ন দপ্তরের যারা মাঠ পর্যায়ে কাজ করেন আপনারা বিষয়টা মাথায় রাখবেন। দূর্যোগ পূর্ববর্তী ব্যবস্থা গ্রহণ ও দূর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি যেন কম হয় সেই বিষয়ে প্রস্তুতি নেওয়াই মূলত দূর্যোগ প্রশমন। জনসাধারণ কে এবিষয়ে আরো বেশি সচেতন হতে হবে।