নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুলিশি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং
থানা পর্যায়ে লিঙ্গ-সংবেদনশীল পুলিশিং বিষয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ জুন) সকাল হতে নানিয়ারচর থানা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (MOCHTA) এবং UNDP এর একটি প্রকল্পের আওতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম।
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে ও কানাডার অংশীদারিত্বে রাঙামাটি জেলা পুলিশের তত্তাবধানে এই প্রশিক্ষণে ৩০জন পুলিশ সদস্যের মাঝে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠীর মানুষের মাঝে আন্তরিকভাবে পুলিশিং ব্যবস্থা প্রয়োগ করার কথাও জানান বক্তারা।
এসময় নানিয়ারচর থানার এসআই দীপঙ্কর কুমার শীল, লালনুন লীন বম, সুজাউদ্দৌলা ও দীপক সেন সহ পুলিশ সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ও পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সদস্যদের মাঝে থানা পর্যায়ে লিঙ্গ-সংবেদনশীল পুলিশিং কার্যক্রম পরিচালনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ে পুলিশি কার্যক্রমে আমূল পরিবর্তন আসবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।