নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে দিশানপাড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ (মূল) দলের এক সশস্ত্র সন্ত্রাসী কে আটক করা হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও পুলিশের সহায়তায় দিশানপাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) দলের সেকশন কমান্ডার মনিশ চাকমা (৪০) কে আটকের উদ্দ্যেশ্যে অভিযান চালায় নানিয়ারচর জোন (১০ বীর)।
এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মনীশ চাকমা একটি বাড়িতে আত্মগোপন করে থাকলে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ৩১৫ বোর রাইফেল (ইউএসএ এর তৈরী), ০১ টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড এ্যামুনিশন এবং ০১ টি ওয়াকিটকিসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
এবিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, যৌথ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ (মূল) দলের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার সাথে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছিল। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নানিয়ারচর জোন সূত্রে জানা যায়, নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল গুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।