নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাঙামাটির তবলছড়িতে জনসাধারণের সাথে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বৃহত্তর তবলছড়ি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম-বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মণীষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
পরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।