নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন।
এসময় ইফার উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার, এনডিসি শামীম হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, জেলা পরিষদ সদস্য হাবিব আজম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দীক, ইফার ফিল্ড সুপারভাইজার আলি আহসান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি মুফতি সামসুল আলম, সাধারণ সম্পাদক মুফতি ওমর আলী সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন উপস্থিত ছিলেন।
এসময় জেলার বিভিন্ন মসজিদে দায়িত্ব পালনরত ২শতাধিক ইমাম মুয়াজ্জিনগণের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।