নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিবাসীর ঊষ্ণ ভালোবাসায় সিক্ত হলেন সাফজয়ী ৩নারী কৃতি ফুটবলার। উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় রাঙামাটির চিং হ্লা মং মারী ষ্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে এই কৃতি ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি রিজিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা পুলিশের সহযোগীতায় এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় হাজারো ফুটবল প্রেমী।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবীদ কাজল তালুকদার, রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপু, জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলীমসহ শিক্ষাবীদ, ক্রীড়াবীদ ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাহাড়ের তিন কৃতি ফুটবলার ছাড়াও ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, মঘাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরসেন চাকমা, বর্মাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধারশমনি চাকমা, প্রশিক্ষক শান্তিমনি চাকমা এবং ফিফা রেফারী জয়া চাকমাকেও সংবর্ধনা দেওয়া হয়।
এসময় রাঙামাটি জেলা প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী ১লক্ষ টাকা হারে এবং রাঙামাটি পৌরসভা ও ক্রীড়া সংস্থা ৫০হাজার টাকা করে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
এর আগে সকালে কাউখালীর ঘাগড়া হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভেদভেদী হয়ে শহরের রাঙাপানি, আসামবস্তি, তবলছড়ি, দোয়েল চত্ত্বর ও বনরুপাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ষ্টেডিয়ামে মিলিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। পরে পাহাড়ের কৃতি ফুটবলার রূপনা চাকমা, ঋতুপর্ণা ও মনিকা চাকমার ফুটবলে বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বক্তব্যে বক্তারা বলেন, পাহাড়ের নারী এই তিন ফুটবলার ও ফিফা রেফারি জয়া চাকমা পাহাড়ের গর্ব। তাদের কে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে পাহাড়ের খেলোয়াড়দের মধ্য থেকে আরো ভালো খেলোয়াড় তৈরী হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে সাফজয়ী নারী ফুটবলাররা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন বক্তব্য দেন। বক্তব্যে সংবর্ধিত অতিথিরা জানান, তারা রাঙামাটিবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। ফুটবল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরো ভালো খেলা উপহার দিতে চান তারা।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে ২-১ গোলে নেপাল কে হারিয়ে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নারী সাফ চ্যাম্পিয়নরা। গেলো বারের মত এবারও বর্নাঢ্য সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন।