নিজস্ব প্রতিনিধিঃ
২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর আওয়ামী লীগ যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল তা বাংলাদেশের ইতিহাসে ছিল এক ভয়াবহ ঘটনা। ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যা অব্যাহত ছিল। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মানুষের সব অধিকার কেড়ে নেয় ফ্যাসিস্ট হাসিনা সরকার বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।
সোমবার বিকালে ইসলামিক সেন্টারে ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা করা হয়েছিল। কিন্তু সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়।
পৌর জামায়াতের আমির আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: মাইন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো: শহীদুল ইসলাম শাফি, জেলা শুরা কর্ম পরিষদের সদস্য হাশিমুল হক খন্দকার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এ্যাড. জিল্লুর রহমান। অনুষ্ঠানে পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার পর বিশেষ দোয়া মোনাজত অনুষ্ঠিত হয়।
রাতে বনরূপা পুলিশ বক্সের সামনে ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নৃশংসতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।