নিজস্ব প্রতিনিধিঃ
আউলাদে রাসুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ(রহমতুল্লাহী আলাইহির) বার্ষিক ওরশ শরীফ সারা বিশ্বের ন্যায় রাঙামাটিতেও অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।
রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে খানকা শরীফে খতমে কোরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউসিয়া শরীফ ও আলোচনার আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন, রাসুলে পাক এর বংশধর হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাতের প্রচার প্রসারে অবিশ্বরনীয় ভূমিকা রাখেন। তিনি আফ্রিকা, রেঙ্গুন, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশে মসজিদ, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানদের সঠিক ইসলামের পথে ধাবিত করেন। তাঁর জীবনী আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মকে সুন্নীয়তের পথে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজী মোঃ জানে আলম সওদাগরের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক হাজী আবদুল করিম খান, অর্থ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন রানা সোহেল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনসুর আলী, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমী সহ অসংখ্য আশেকে রাসূলগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।