নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি শহরের ভেদভেদি নতুন পাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ আগষ্ট) গভীর রাতে মো. খালেক নামের এক ব্যক্তির মালিকানাধীন সিএনজিটি অজ্ঞাত চোরের দল নিয়ে যায়। চুরি যাওয়া সিএনজির নাম্বার রাঙ্গামাটি থ-১১-১৩৫৪।
জানা গেছে, গাড়িটি কন্টাক্টে (ভাড়া চুক্তির ভিত্তিতে) চালানো হতো। ঘটনার পর মালিক মোঃ খালেক রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মালিক জানান, প্রতিদিনের মতো তিনি গাড়িটি যথাস্থানে রেখেছিলেন। তবে রাতের অন্ধকারে চোরের দল সুযোগ বুঝে সেটি নিয়ে যায়। বিষয়টি জানার পর তিনি দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানিয়েছেন সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় ছোটখাটো চুরি-ছিনতাই বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে।
ভুক্তভোগী মোঃ খালেক বলেন, এই গাড়িটিই ছিল আমার একমাত্র আয়ের উৎস। চুরি হয়ে যাওয়ায় আমি পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছি। প্রশাসনের কাছে আমার একটাই আবেদন, দ্রুত যেন গাড়িটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, জিডি নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিএনজিটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।