নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৩২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে রাঙামাটি জেলা পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনে কক্ষে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু (বিপিএম-পিপিএম) এর সার্বিক তত্বাবধানে উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ।
এবিষয়ে শাহনেওয়াজ রাজু বলেন, হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যবধি ২৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে রাঙামাটি জেলা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৪৭লক্ষ টাকা।
পর্যটন শহর রাঙামাটির বাসিন্দা অথবা ঘুরতে আসা কোন দর্শনার্থীদের মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত নিকটস্ত থানায় গিয়ে সাধারণ ডায়েরী করলে আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেল এর মাধ্যমে ভিকটিম কে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে থাকে রাঙামাটি জেলা পুলিশ।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরৎ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।