নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে সড়কের পাশে কাঠবাহি ট্রাকে সশস্ত্র হামলা ও ট্রাক চালক ছৈয়দুল আলম আহতের ঘটনায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালক ও ট্রাক শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১১টায় রাঙামাটি ট্রাক টার্মিনাল সংলগ্ন রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পুরাতন বাসস্টেশন এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা।
ঘন্টাব্যাপি সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় চালকরা। এতে বিপাকে পড়েন সড়কে চলাচলরত সাধারণ মানুষ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম, কোতয়ালী থানার ওসি আরিফুল আমিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের আশ্বস্ত করেন।
পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার ও এঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ নান দাবিতে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে দোয়েল চত্বর ঘুরে ট্রাক টার্মিনালের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মো. সেকান্দর হোসেন চৌধুরী, ট্রাক-মিনিট্রাক- পিকআপ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রহুল আমিন, বর্তমান সভাপতি এটিএম হাসমত উল্লাহ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা দোষীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়।
প্রসঙ্গত, এর আগেও চলতি বছরের ২৫শে জানুয়ারী এই দেপ্পোয়াছড়ি এলাকায় কাঠবাহি চলন্ত ট্রাকে ব্রাশ ফায়ার করে পাহাড়ের সন্ত্রাসীরা।