মাহাদী বিন সুলতানঃ
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের পৌরসভা কমিটির গঠন করা হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় শহরের রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে মো. জাহিদ মোস্তফা সভাপতি ও মো. আলী আজগর বাদশা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম ও মো. শাহিন আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীর উল হক, যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, দপ্তর সম্পাদক খাজা মাহতাব আলম (রাজু), মহিলা সম্পাদক রাহিমা আক্তার ও সহ-মহিলা সম্পাদক হিসেবে পারভীন আক্তার কে দ্বায়িত্ব প্রদান করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের রাঙামাটির যুগ্ম আহ্বায়ক মো. ছগির আহমেদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল আবছার, সদস্য আমিনুল হক, জহিরুল ইসলাম, মো. ইস্রাফিল, যুব কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান খান ও সদস্য সচিব আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নবনির্বাচিত পৌর সভাপতি মো. জাহিদ মোস্তফা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি বজায় রাখতে এবং সকল জাতি ও সম্প্রদায়ের সম অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলন করে যাচ্ছি। পৌরসভা কমিটির কার্যক্রম এই আন্দোলন কে আরো গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, নির্বাচিত এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করে জেলা কমিটির নিকট পেশ করবেন বলেও নির্দেশনা প্রদান করা হয়।