নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই মে) সকালে ইসলামিক ফাউন্ডেশর কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাঙামাটির উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
এসময় রাঙামাটি জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান ট্রাষ্ট এর সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি চৌধুরী, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা সেকেন্দার, ইসলামিক ফাউন্ডেশনরে সদর উপজেলা সুপারভাইজার মো. জয়নুল আবেদিন ও গণশিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা শামসুল আলমসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা আশহাদুল ইসলাম ও মিরাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্যে উপপরিচালক বলেন, আলেমদের মাঝে ভিন্ন মতাদর্শ থাকবে। তবে আপনারা দ্বীনের সার্থে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আপনারা সচেষ্ট থাকবেন।
আলোচনা সভা শেষে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ও গণশিক্ষার শিক্ষকবৃন্দ উপপরিচালক ইকবাল বাহার চৌধুরীকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান। এসময় শিক্ষকরা কান্না বিজড়িত কন্ঠে উপপরিচালক কে বিদায় জানান। পরে মাওলানা শফিউল আলম দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ১৪ই মে ইসলামিক ফাউন্ডেশন সচিব মো. আশরাফুল মমিন খান স্বাক্ষরিত ইকবাল বাজার চৌধুরীর বদলিজনিত এক অফিস আদেশ জারি করা হয়। এর আগে প্রায় ৪বছর বছর রাঙামাটি জেলা কার্যালয়ে উপপরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। ইকবাল বাহার চৌধুরীকে তার নতুন কর্মস্থল জমিয়াতুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স এর সহকারী পরিচালক পদে পদায়িত করে ইসলামিক ফাউন্ডেশন।