নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সম্মৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন অভিযান ও ৭দিন ব্যাপী চলা বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ও অশ্রেণীভূক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা। এসময় জেলা প্রশাসন ও বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ঘিরে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মেলায় অংশ দেওয়া স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।