নিজস্ব প্রতিনিধিঃ
‘খেলার মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে সেটা হবে সৌহার্দপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ। খেলাধূলা হোক আমাদের সমাজের ইতিবাচক শক্তি, যা মাদক,সহিংসতা, অপসসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবে’ বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার আয়োজক কমিটিতে ধন্যবাদ জানান, অংশগ্রহণকারী খেলোয়াদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি এসময় টুর্নামেন্টর সফলতা কামনা করেন।
এর আগে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। বক্তব্য পরবর্তী বেলুন উড়িয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী আগত অতিথিরা খেলোয়ারদের সাথে পরিচিতি হোন এবং করমর্দন করেন।
টুর্নামেন্টের উদ্বোধনের প্রথম দিনে রাঙামাটি বনাম বান্দনবান ফুটবল দল মোকাবিলা করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল গোলের দেখা পায়নি। উদ্বোধনী দিনের খেলা পরিচালনা করেছেন, ফিফা আন্তর্জাতিক প্রথম নারী রেফারী জয়া চাকমা। তিনি রাঙামাটির কৃতি সন্তান।
এসময় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, সদস্য সচিব শাহনেওয়াজ রিটন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটির সদর জোন কমান্ডার লে, কর্নেল জুনাইদ উদ্দিন (পিএসসি), পুলিশ সুপার
ড.এসএম ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ফুটবল দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় টানটান উত্তেজনার মধ্য দিয়ে ০-১ গোলে রাঙামাটি দলকে হারিয়ে জয় নিশ্চিত করে বান্দরবান দল।
উল্লেখ্য, দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। সর্বশেষ ১৯৯৭ সালে এই রাঙামাটি মারী স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো।