॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটির হেডম্যান নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
উদ্যম ফাউন্ডেশনের সভাপতি রিকো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শুভ্রসোম চাকমা, রাঙামাটি জর্জকোর্টের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, সাংবাদিক বিহারী চাকমা, উদ্যম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অরুনজয় চাকমা, চট্টগ্রাম অঞ্চলের বিশিষ্ট সমাজ সেবক প্রভাস সেন, রাজদীপ এলাকার তরুণ সমাজকর্মী যৌবন বিকাশ চাকমা, রাজদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখীতা চাকমা, সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা চাকমা প্রমুখ। নবাশীষ চাকমার সঞ্চালায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনি বিকাশ চাকমা।
একতাই শক্তি একতাই বল, মোরা সদা জাগ্রত এক নবীন দল ” এই শ্লোগানকে সামনে রেখে উদ্যম ফাউন্ডেশন পার্বত্য অঞ্চলে বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছে। এরমধ্যে স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থ অসহায় মানুষের জন্য অর্থ সহায়তা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিনামুল্যে রক্তগ্রুপ পরীক্ষা ইত্যাদি মানবিক ও সমাজসেবামুলক কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে এ বছর এসএসসি পাশ করা ৪০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস তুলে দেন উদ্যম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, উদ্যম ফাউন্ডেশন স্বল্প সময়ের মধ্যে সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হিসেবে অসহায় ও অসুস্থ মানুষের সহায়তাদান, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, রোগীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয়। নবীন ও তরুণদের এমন সেবামুলক কাজ এই এলাকার মানুষের মনে আশা জাগাচ্ছে। যে কাজ আমরা পারিনি তা উদ্যম ফাউন্ডেশনের তরুণরা করে দেখাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে যে উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছেন সেখানে রাঙামাটির মানুষও সমানভাবে সম্পৃক্ত হতে পারবে। রাঙামাটিকে সম্প্রীতির শহর হিসেবে প্রতিষ্ঠা করতে সকলকে অসাম্প্রদায়িক চেতনা, পারষ্পারিক সৌহার্দ্য সম্প্রীতি অটুট রেখে একযোগে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমে সহায়তা হিসেবে মেয়র ১০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন। পাশাপাশি আগামীতেও শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে সকল ধরনের সহযোগিতা করবেন বলেও তিনি আশ্বাস দেন।
বিশেষ অতিথি এ্যাডভোকেট জুয়েল দেওয়ান বলেন, উদ্যম ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমে আমি মুগ্ধ। আমি নিজেও সংগঠনের সাথে যুক্ত হব। পাশাপাশি যেকোনো আইনি সহযোগিতার জন্যে উদ্যম ফাউন্ডেশনের পাশে থাকব।অনুষ্ঠানে বক্তারা বলেন- পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত মানুষ মানবিক সেবার জন্য উদ্যম ফাউন্ডেশনের মত সেবামুলক সংগঠনের ওপর ভরসা করে থাকেন। উদ্যম ফাউন্ডেশনের উন্নয়ন অগ্রযাত্রায় সবাই পাশে থাকবেন বলে জানান। উল্লেখ্য ২০২০ সালের ২ আগস্ট দরিদ্র ও অসহায় শিশু গহিনা চাকমার হার্টের সমস্যা চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার মধ্যে দিয়ে উদ্যম ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।