নিজস্ব প্রতিনিধিঃ
শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার ও ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এসব ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী।
বিশেষ অতিথি ছিলেন শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু নাছের মুহাম্মদ মুছা, জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, গাউসিয়া কমিটি রাঙামাটি জেলার অর্থ সম্পাদক হাজী নাছির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সওদাগর, তবলছড়ি বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আবু নাছের বিপ্লব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন শিপন, শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার পরিচালক হাফেজ তানজিলুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিরা ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করেন।