নিজস্ব প্রতিনিধিঃ
সমাজসেবামূলক সংগঠন আনজুমানে খোদ্দামুল মুসলেমিন সৌদি আরব মক্কা শাখার সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলার সাবেক সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ আমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে জেলা যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা ইসলামী ফ্রন্ট কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবসেনার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সুন্নীয়তের কাজ করা একসময় অনেক দুরুহ ব্যাপার ছিল। দুর্গম পাহাড়ে সুন্নীয়তের কাজ এগিয়ে নিতে আমান উল্লাহ আমানের ত্যাগ শ্রম চির স্বরণীয় হয়ে থাকবে। আমান উল্লাহর মত ব্যক্তিদের ত্যাগের কারণেই পাহাড়ে সুন্নীয়তের সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত হয়েছে।
জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, জেলা গাউসিয়া কমিটির উপদেষ্টা আবু জাফর সওদাগর, জেলা যুবসেনার সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আলী, পৌর যুবসেনার সভাপতি মোঃ ইব্রাহিম, জেলা ছাত্রসেনার সভাপতি হাফেজ তানজিলুর রহমান, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার পরিচালক মোঃ ইমরান।
আলোচনা সভা শেষে জেলা যুবসেনা ও ছাত্রসেনার পক্ষ থেকে আমান উল্লাহ আমান এর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।