নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে যুবসেনার কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী।
জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবসেনার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় যুবসেনার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু নাছের মোঃ মুছা।
এতে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর যে বর্বরতা ইহুদি-নাসারা চালাচ্ছে। তা থেকে উত্তরোনের জন্য প্রয়োজন মুসলমানদের ঐক্য। বিশ্ব মুসলিম ঐক্য এখন সময়ের দাবি।
বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাব্বির আহমেদ ওসমানী, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরী, জেলা গাউসিয়া কমিটির অর্থ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, জেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ মোঃ তানজিলুর রহমান।
জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আলীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুবসেনা সভাপতি মাওলানা মোঃ জাকির হোসেন, কাউখালী প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, পৌর যুবসেনার সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক তারেক আজিজ সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে জেলা যুবসেনার কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়।