নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচনী উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাদের সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগে যোগ দিলেন রাঙামাটির নানিয়ারচর সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সোহাগ।
বুধবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় নানিয়ারচর সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় নৌকা প্রতিকের উঠান বৈঠকে উপস্থিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক আহ্বায়ক ত্রিদিব কান্তি দাশ।
এসময় উপজেলার নেতৃবৃন্দসহ অন্যান্য উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দরা সোহাগকে স্বাগত জানান।