নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে চুরি হওয়া চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রবিবার (৭ই এপ্রিল ) দুপুরে মোটর সাইকেলসহ আটককৃতদের রাঙামাটি কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেন, ১.মো ওমর ফারুক (২৮) ২. মো আমির(৩৪) ৩. রীতিমত চাকমা (৩৯) ৪. মো জুয়েল উদ্দিন ৫. মো এরশাদ (৪০)। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের আটক করা হয় বলে জনায় পুলিশ।
রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম জানান, আমরা বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ইতিমধ্যে অনেকগুলো মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই এবং অভিযানে চোর চক্রের সদস্যদেরও আটক করেছি। এর ধারাবাহিকতায় আমরা চট্রগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ পাঁচজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হই। চোরাইকৃত মোটরসাইকেল চোরদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।