॥ সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ ॥
রাঙামাটিতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৯ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারূফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ, বিজিবি, এলজিইডি, সড়ক বিভাগসহ বিভিন্ন অফিসের প্রতিনিধিগণ, গণমাধ্যকর্মী, জামায়াত সেক্রেটারিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভার শুরুতেই পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিকখ্যাত প্রবীণ সাংবাদিক ও গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহাম্মেদ এর মৃত্যুতে তার রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্য বিবাহ ও ইভটিজিং সংক্রান্ত আলোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান সংক্রান্ত আলোচনা, মোবাইল কোর্ট পরিচালনা, নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধ সংক্রান্ত আলোচনা, পর্যটন বিষয়ক আলোচনাসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটির সীমান্তবর্তী উপজেলাগুলোতে চোরাচালান বিরোধী ও মাদক বিরোধী ট্রান্সফোর্সের অভিযান জোরদারকরণ, রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে অবৈধ তেল-দুধ মজুদদার অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় পর্যটন শহর রাঙামাটিতে বিভিন্নমুখী মাদকের আশঙ্কাজনক বিস্তারে ক্ষোভ প্রকাশ করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। জেলার সর্বোচ্চ এই সভায় শহরের কিছু সুনির্দিষ্ট্য মাদক স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা সভার সদস্যরা তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এছাড়াও সাজেকে ফায়ার ব্রিগেড, হাসপাতাল স্থাপন, সার্বজনিন পার্কিং ব্যবস্থা, রাঙামাটি শহরের সিসি ক্যামেরা স্থাপন, রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে পাবলিক শৌচাগার স্থাপন, মার্কেটগুলোতে সেফটি ট্যাংক স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।