ইকবাল হোসেনঃ
“আলোকিত মানুষ চাই” প্রতিপাদ্যে রাঙামাটিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫বছর পূর্তি উৎসব পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে বর্ষপূর্তি ঘিরে রাঙামাটি সরকারি কলেজ মাঠের মুক্তমঞ্চে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সুনীল ময় চাকমা।
এসময় ভ্রাম্যমান লাইব্রেরী রাঙামাটি ইউনিটের লাইব্রেরী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক মো. জসীম উদ্দীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।