নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি ২৯৯নং আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান এর হাতে জমা দেন দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সাবেক সংরক্ষিত আসনের এমপি ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি বৃষকেতু চাকমা, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হাজি মোঃ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোহা চৌধুরিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপংকর তালুকদার বলেন, আমি আশাবাদী জনগন নৌকার পাশে থাকবে। সাধারণ জনগণ ভালো আছে। বিগত ৫বছরে আওয়ামী লীগ যে ওয়াদা করেছে সে ওয়াদা পূরণ করেছে। ভবিষ্যতে রাঙামাটিকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চান আওয়ামী লীগের এই নেতা।
এর আগে শহরের রাজবন বিহারে বিশ^ শান্তি ও পারিবারিক মঙ্গল কামনায় ধর্মীয় অনুষ্টানে যোগ দেন তিনি। পরে জেলা দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হন নেতাকর্মীরা।