নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে বাসের ধাক্কায় প্রাণ গেল ২নারী যাত্রীর। সড়কের পাশে থেমে থাকা যাত্রীবাহী অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২জন নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টায় শহরের ভেদভেদীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, গুরিমালা চাকমা (৩৫) ও ফড়ি চাকমা (৫০)। নিহত ২জনই সদর উপজেলাধীন সাপছড়ি যৌথ খামার এলাকার বাসিন্দা। এঘটনায় আহতরা হলেন, সিএনজি চালক পিন্টু চাকমা (২২), যাত্রী রিকন চাকমা (৩০), রিপন চাকমা (৪০) ও পরি চাকমা (৪০)।
নিহতের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, সড়ক র্দুঘটনায় দু’জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত চারজন কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ভেদভেদী বাজারের পাশেই রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ধারক দেয়াল নির্মাণকাজে নিয়োজিত একটি ড্রামট্রাক কে সাইট দিতে যাত্রীবাহি অটোরিক্সাটি রাস্তার পাশে দাড়ালে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্যেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস (খাজা গরিবে নেওয়াজ, চট্টমেট্রো-জ-১১০০১৮) অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিক্সাটি।
এদিকে ঘটনার পরপরই রাঙামাটি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কোতয়ালী থানার ওসসিহ প্রশাসনের উর্দ্বতন র্কমর্কতারা ঘটনাস্থলে ও পরে হাসপাতালে ছুটে যান।