॥ নিজস্ব প্রতিবেদক ॥
পর্যটন শহর রাঙামাটিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, মানুষের মাঝে যাতে আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি এবং মানুষের জন্যই কাজ করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, সকল ধর্মের মানুষ যাতে তাদের স্ব স্ব ধর্মীয় কার্যক্রম সুন্দর ও সুচারুভাবে করতে পারে, সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব উল্লেখ করে এমপি বলেন, একাত্তরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন দেশে সব ধর্মের মানুষের নাগরিক অধিকার রক্ষায় বর্তমান সরকার কাজ করছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) জন্মাষ্টমী ঘিরে রাঙামাটিতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাটি রাঙামাটি পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত হয়। আলোচনা সভ শেষে বিভিন্ন পরিবেশনা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকামা চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদের সদস্য হাজি মুছা মাতব্বর, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার আহবায়ক অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য লিটন দেবেরে সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিপুল ত্রিপুরা, সাবেক জেলা পরিষদের সদস্য ত্রিদিব দাশ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা।
কর্মসূচির শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গীতা শিক্ষা সমন্বয় কমিটির শিক্ষক-শিক্ষিকাদের গীতা পাঠের মাধ্যমে রাঙামাটিতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মতিথির আনুষ্ঠানিকতা শুরু হয়।
আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।