নিজস্ব প্রতিনিধিঃ
“ক্রীড়াই গড়ে সম্প্রীতি” শ্লোগানে তৃণমূল পর্যায়ে ক্রিকেট খেলার প্রচার প্রসার এবং প্রতিভাবান খেলোয়ার সৃষ্টির লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামানুসারে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হয়েছে “বঙ্গবন্ধু উন্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট”।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য শিবু দত্ত।
এসময় জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়ার লেকি চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নতুন খেলোয়ার সৃষ্টির জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যাতে ক্রিকেটে নতুন খেলোয়ার সৃষ্টি হয় এবং খেলাধুলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়। এবার টুর্ণামেন্টে ১৮টি দল অংশগ্রহণ করেছে।
উদ্বোধনের পর টুর্ণামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হয় লাল সবুজ স্পোর্টিং ক্লাব ও বাংলা ভয়েজ। প্রথমে ব্যাট করে বাংলা ভয়েজ ৪৬ রানে অল আউট হয়। ৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে লাল সবুজ স্পোর্টিং ক্লাব।
আগামী ২১ ডিসেম্বর টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।