তুফান চাকমা
রাঙামাটিতে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলাও অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাঙামাটি শহরের চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বালক অনূর্ধ্ব-১৭’এ বিলাইছড়ি উপজেলা ৩-০ গোলে কাউখালি উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা অনূর্ধ্ব-১৭’এ কাউখালি উপজেলা ১-০ গোলে রাঙামাটি সদর উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সব টিম ভালো খেলেছে। দর্শকরাও ভালোভাবে উৎসবমূখর পরিবেশে খেলা উপভোগ করেছে। এখান থেকে যারা ভালো খেলেছে তারা বিভাগীয় এবং জাতীয় টিমে খেলে রাঙামাটির গৌরব অর্জন করবে বলে যোগ করেন তিনি।
এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কাউখালি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন দেওয়ান,
ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ শফিউল আজম, সাবেক মানবাধিকার কর্মী নিরুপা দেওয়ান উপস্থিত ছিলেন।