নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান ও ইদুল ফিতর উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
সোমবার শহরের তবলছড়ির টেক্সটাইল মার্কেটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।
এসময় অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১টি দোকানে ৪হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বাজার মনিটরিংকালে বাজার কমিটির সদস্য, সাংবাদিক, পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় রমজান ঘিরে ভোক্তা অধিকার সংরক্ষণে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসনের এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।