নিজস্ব প্রতিনিধিঃ
“সবুজে সাজাই বাংলাদেশ” প্রতিপাদ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন ক্লাব রাঙামাটির উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার সকালে শহিদ আব্দুল আলী একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)।
বৃক্ষরোপণ শেষে শহিদ আব্দুল আলী একাডেমির হল রুমে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।
সমন্বয়কারী, প্রকৃতি ও জীবন ক্লাব এবং চ্যানেল আই এর রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. মূসা মাতব্বর, বিভাগীয় বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, দৈনিক গিরিদর্পণ পত্রিকা সম্পাদক একেএম মকছুদ আহমেদ, শহিদ আব্দুল আলী একাডেমি বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ওয়াসিংটন চাকমা, ঝিনুক ত্রিপুরা, জেলা ছাত্রলীগ সভাপতি রনি হোসেন ও সাধারণ সম্পাদক সোহাগ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে ও খাদ্যের যোগান দেয়। তাছাড়া গাছ কার্বন নিঃসরণ ও গ্রীণ হাউজ গ্যাসের ক্ষতি কমায়। এছাড়াও মেরু অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ পানির নিচে তলিয়ে যাচ্ছে। তাই অবশ্যই বেশি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে। পরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিথিরা।