নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন, রাঙামাটির পুলিশ সুপার।
রোববার (২৩ মার্চ) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলার পুলিশ সদস্য এবং নন-পুলিশ (সিভিল স্টাফ) সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেন, রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) আজহারুল ইসলাম মুকুল, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ খান, পিপিএম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।