নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ মে) সকালে রাঙামাটি জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সাংসদ ঊষাতন তালুকদার।
অনুষ্ঠানের শুরুতেই দলীয় সংগীতের মাধ্যমে ছাত্র-জনসমাবেশে উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় চাকমা।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপুন ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক থোয়াইক্যজাই চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি শিশির চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈই, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা।
এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, হিল উইমেন্স ফেডারেশন ও প্রগতিবাদী বুদ্ধিজীবী, শিক্ষক ও উপজাতীয় ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে “আত্মমুখিনতা, সুবিধাবাদ ও দোদুল্যমানতা পরিহার করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র-যুব সমাজ অধিকতর সামিল হোন” শ্লোগান নিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিলকে সামনে রেখে ইতোমধ্যেই সংগঠনটির উদ্যোগে নানা জায়গায় পোস্টারিং ও দেয়াল লিখন সম্পন্ন হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার নানা জায়গায় পাহাড়ী ছাত্র পরিষদের নেতা কর্মীরা এই কার্যক্রম সম্পন্ন করেছে। এছাড়া আগামীকাল (২১ মে) অনুষ্ঠিত হবে সংগঠনটির ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল।