নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের ৩পার্বত্য জেলার নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপি তবলছড়ির মিনিস্ট্রিয়াল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার মহাপরিচালক মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা শরীয়ত উল্লাহ’র সভাপতিত্বে, মহাসচিব মাওলানা আবু বক্কর সিদ্দিক ও সহ-সভাপতি মাওলানা মাজাহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন-কুমিল্লার মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের মহাপরিচালক মুফতি মুস্তাকুন্নবী কাশেমী, চট্টগ্রামের আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হেলাল বিন জমির উদ্দিন, চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের সাবেক অধ্যাপক ড. আ ফ ম খালেদ হোসাইন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, খোদ্দামুল কুরআন সংস্থা ঢাকার উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলহাজ্ব নুরুল হক।
এসময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি সামশুল আলম সহ ৩পার্বত্য জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপি দীর্ঘ ধর্মীয় আলোচনার পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।