নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্তর্ভুক্ত নেতৃবৃন্দদের সংবর্ধনা ও জেলার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে রাঙামাটি পৌরসভা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুসা মাতব্বর।
এসময় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসীন রোমান, সাবেক জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শাহ এমরান রোকন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙামাটি থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্তর্ভুক্ত উপ-ধর্মবিষয়ক সম্পাদক অর্কপাল তালুকদার, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমির হোসেন খসরু এবং খাগড়াছড়ি থেকে উপ-আপ্যায়ন সম্পাদক শাহাদাত হোসেন কে রাঙামাটি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে উত্তরীয় ও ফুলেল সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন, ৭৫ পরবর্তি সময়ে এখনকার মত মুক্ত গণতান্ত্রিক রাজিনৈতিক এই পরিবেশ ছিলনা। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা একটা উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে রাজিনৈতিক অঙ্গন পেয়েছি।
তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ত্যাগ করে গিয়েছে। ত্যাগের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। ছাত্রলীগ যদি সংগঠিত থাকে আগামী ছাত্রলীগ নেতাকর্মীরা সেই স্মার্ট বাংলাদেশ কে নেতৃত্ব দেবে। আন্দোলনের নামে জামাত-বিএনপির যে তাণ্ডব তা আমাদের ছাত্রলীগ রুখে দিবে। জাতির এই ক্রান্তিলগ্নে ছাত্রলীগ এগিয়ে আসবে বলেও আমি মনে করি।
বক্তব্যে আগামীকাল রাঙামাটি বিএনপি’র আন্দোলনের বিরুদ্ধে শান্তি সমাবেশের ঘোষণা দেন তিনি। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় ছাত্র সমাবেশের মাধ্যমে রবিন বাহাদূর কে সংবর্ধনা জানান তিনি।
বক্তব্যে হাজী মুসা মাতব্বর বলেন, বিএনপি আবারো আগের কায়দায় অরাজগতা সৃষ্টিতে কাজ করছে। রাঙামাটির বিএনপি নেতাদের উদ্যেশ্য করে তিনি বলেন, গত ৫বছর অনেক সুযোগ দিয়েছি। আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যারা ঢাকা গিয়েছেন তাদের তালিকা করেছে। আমরা চাইলে আপনারা শান্তিতে ঘরে থাকতে পারবেন না বলেও যোগ করেন এই নেতা।
সভা শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা ও সংবর্ধিত অতিথিদের কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা ছাত্রলীগ নেতারা।
পরে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত আগামীকালের হরতাল কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভা মাঠ হতে বনরুপা গিয়ে শেষ হয়।