মেহেদী হাসানঃ
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দি হয়ে পড়া মানুষের খোঁজ-খবর নিয়েছে জেলা জামায়াতের নেতাকর্মীরা।
বুধবার (২০ আগষ্ট) বিকেলে মহাকশ্যপ বনবিহার দেশনালয়ে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ত্রাণ বিতরণ করা হয়।
পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৯৯ নং আসনের রাঙামাটি জেলার বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো: রহমত উল্লাহর সঞ্চালনায় এতে জেলা জামায়াতের সেক্রেটারি মো: মনছুরুল হক, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার রুপম দেওয়ান, ডাক্তার মৃণাল কান্তি চাকমা, বলপিয়া আদাম ও শশী দেওয়ান পাড়া সমাজ কমিটির সভাপতি উদয়ন চাকমা, সেক্রেটারি অদ্যুৎজ্যোতি চাকমা, বন্দুক ভাঙা গ্রামের কার্বারী হিরালাল চাকমা, বিশিষ্ট ব্যাবসায়ী আশিস চাকমা, বাংলাদেশ জামায়াত ইসলামীর পৌরসভার দায়িত্বশীল সাজ্জাদুল ইসলাম, মোঃ জে আজম, মোঃ রমজান আলী, ডাক্তার মুশফিকুর রহমান ও মেঃ জামাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ধর্ম বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে একটি দূর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চয়। জনগণের দুঃসময়ে জামায়াত সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান জামায়াত নেতারা।