নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাঙামাটিতে পবিত্র হজ্জ ও ওমরাহ পালনে ধর্মপ্রান মুসলমানদের উদ্বুদ্ধ করার লক্ষে হজ্জ ও ওমরাহ এর ফজিলত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
এতে রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার হাফেজ মাওলানা বখতেয়ার হোসেন, বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসহাদুল ইসলাম পবিত্র হজ্জ ও ওমরাহ পালনে ধর্মপ্রান মুসলমানদের উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসময় হজ্জ ও ওমরাহর গুরুত্ব এবং ফজিলত তুলে ধরার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় হজ্জে যাওয়ার জন্য ধর্মপ্রান মুসলমানদের উদ্বুদ্ধ করার লক্ষে মসজিদে প্রচারণা চালাতে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানান।
এসময় রাঙামাটি সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় সদর উপজেলার মউশিক প্রকল্পের মডেল ও সাধারণ কেয়ারটেকার, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।