আরিফুল ইসলাম সিকদারঃ
রাঙামাটিতে নির্মিত হতে যাচ্ছে বরকল ও সাকড়াছড়ি সংযোগ সেতু। বরকল উপজেলার বহুল প্রতীক্ষিত এই সেতুর মাধ্যমে উন্মোচিত যাচ্ছে উন্নয়নের নতুন দ্বার।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে ৪০০মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণকল্পে সয়েল টেষ্ট করা হয়। পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় সেতুটি নির্মিত হলে আইমাছড়া ও বরকল সদর ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনের সাথে সাথে বরকল এবং জুরাইছড়ি সংযোগ সড়কের ক্ষেত্রে প্রধান ভুমিকা পালন করবে।
এ বিষয়ে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা জানান, সেতুটি নির্মাণ হলে বরকল উপজেলার উন্নয়নের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে।
এ প্রসঙ্গে বরকল এলজিডি কর্মকর্তা মশিউর রহমান খান জানান, এই সেতুটি মুলত জুরাইছড়ি ও বরকলের সড়ক পথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করবে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সেতুটির নির্মাণ পক্রিয়া শুরু হবে।
তিনি আরো জানান, ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেষ্ট করা হয়। সঠিক ফাউন্ডেশন ডিজাইন এবং সঠিক ব্যয় বা খরচ নির্ধারণে মাটি পরীক্ষা অত্যাবশ্যক।