নিজস্ব প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙামাটির ঐতিহ্যবাহী রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারুণ্যের মেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তারুণ্যের মেলার স্টল পরিদর্শন করেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের খেলা ও তারুণ্যের মেলার সবকটি স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে কথা বলেন।