নিজস্ব প্রতিনিধিঃ
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যান সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
সমিতির সহ-সভাপতি আবুল কালাম চুঙ্গু‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, অটোরিক্সা সমিতির সদস্য বেলাল হোসেন, কামাল হোসেন, আব্দুল হক ও জয়নাল আবেদীন ঝন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় সমিতির অর্থ সম্পাদক অজিত দাশ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, কার্যনির্বাহী সদস্য চান মিয়া ও রুবেল মাহমুদ সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যান সমিতির সদস্যরা এসময় পতিত ফ্যাসিষ্ট সরকারের দোসরদের এই সমিতি পুঁজি করে লুটপাটের ফিরিস্তি তুলে ধরেন। বিএনপি নেতারা এসময় সদস্যদের আশ^স্ত করেন এবং আগামীতে এই সংগঠনের সার্বিক উন্নয়নেরও আশ^াস দেন।