নিজস্ব প্রতিনিধিঃ
বাঙালীর গৌরব ও ঐতিহ্যের মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কে সংবর্ধিত করেছে রাঙামাটি জেলা পরিষদ।
শনিবার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট (উসাই) এ রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনের সংসদ সদস্য প্রার্থী দীপংকর তালুকদার।
এসময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, আঞ্চলিক পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা ও সদস্য রেমলিয়ানা পাংখোয়াসহ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিকামী জনতা সাড়া দিয়েছিল বলেই আজ আমরা স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি। তাদের এই আত্মত্যাগ কিছুতেই শোধ করা যাবে না।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করে জেলা পরিষদ।