মেহেদী হাসানঃ
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, নিঃশর্ত বদলী, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদে সরকারি চাকুরি এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগষ্ট) বিকেলে রাঙামাটি প্রেস ক্লাব চত্বরে জাতীয় শিক্ষক ফোরাম রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ ওমর ফারুক।
সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় জাতীয় শিক্ষক ফোরাম রাঙামাটি জেলা সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, মাওলানা আবু তাহের মুস্তাকিম ও মাওঃ আল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন এই মানববন্ধন কোনো ব্যাক্তিগত স্বার্থে নয়বরং এটি একটি ন্যায়ের দাবি। একটি নিপীড়িত শ্রেণির আর্তনাদ। এটি দেশের লক্ষ লক্ষ বেসরকারি শিক্ষকের হৃদয়ের ভাষা। বহু বছর ধরে এই দেশের বেসরকারি শিক্ষকরা অমানবিক বেতন, অস্থিতিশীল চাকরি ও অবহেলার পরিবেশে কাজ করে যাচ্ছেন। অথচ তাঁরাই জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিকতা গঠন, সমাজের ভিত্তি তৈরিতে যাঁদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই শিক্ষক সমাজই আজ সবচেয়ে বেশি বঞ্চিত।
বক্তারা আরো বলেন, জাতীয় শিক্ষক ফোরাম মনে করে, শিক্ষকদের সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া উন্নত ও নৈতিক সমাজ গঠন সম্ভব নয়। এই বিশ্বাস থেকেই আমরা পাঁচ দফা যৌক্তিক দাবি নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। খুব শীঘ্রই এই পাঁচ দফা দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।