নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে নানিয়ারচর বালক বালিকা উভয় দলই জয় লাভ করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে রাঙামাটি সদর জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদ সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বরুণ বিকাশ দেওয়ান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরফুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হারুনুর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কাপ্তাই ও নানিয়ারচর উপজেলা বালিকা দল। খেলায় ৩-০ গোলে জয়লাভ করে নানিয়ারচর উপজেলা বালিকা দল। পরে কাপ্তাই ও নানিয়ারচর উপজেলা বালক দল খেলায় অংশগ্রহন করে। এতেও ২-১ গোলে নানিয়ারচর বালক দল জয়লাভ করে।
টুর্ণামেন্টে বালক-বালিকা দল মিলে ১০টি উপজেলা ও রাঙামাটি পৌরসভাসহ মোট ২২টি দল অংশগ্রহণ করছে। আগামী ৩১শে জানুয়ারি টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।