নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে জাতীয় ইমাম সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও হযরত আলী (রাঃ) শাহাদাৎ দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ইসামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী।
জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলার সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাসান মাহমুদ কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।
এতে প্রধান আলোচক ছিলেন, রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নূরী এবং বিশেষ আলোচক ছিলেন, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুল হাশেম।
এসময় জেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।