নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে সিগারেট সহ পৌর ছাত্রদলের যুগ্ম আহিবায়ক মোজাম্মেল হোসেন রাজু ও সুমিত্র চাকমা নামের ২অবৈধ সিগারেট ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টায় রিজার্ভ বাজারের মহসিন কলোনীতে অভিযান পরিচালনা করে রাজুর বাসা থেকে তার হেফাজতে থাকা আনুমানিক ১৫ লক্ষ টাকার সিগারেট আটক করে।
এবিষয়ে কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, আমরা প্রথমে সুমিত্র চাকমাকে আটক করি। তার স্বীকারোক্তি অনুযায়ী মহসিন কলোনীতে রাজুর বাসায় অভিযান পরিচালনা করে পাচারের জন্য লুকিয়ে রাখা আনুমানিক ১৫লক্ষ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।
এবিষয়ে জব্দ তালিকা তৈরি ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, জুরাইছড়ি এলাকার বাসিন্দা শুভ চাকমা (সমিত্র) দীর্ঘদিন ধরে জুরাইছড়ি হয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট পাচার করে আসছে। তার সাথে রিজার্ভ বাজার মহসিন কলোনি এলাকার রাজু জড়িত। রাজু পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলেও জানা যায়।