নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে বরেণ্য চিত্রশিল্পী ও কবি প্রয়াত চুণিলাল দেওয়ান এর ১১৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট।
শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হল রুমে সংস্কৃতি কিষয়ক মন্ত্রণালয় ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সহযোগিতায় এই জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়।
এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক (ভারপ্রাপ্ত) রুনেল চাকমার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর প্রাক্তন পরিচালক সুগত চাকমা।
এসময় চিত্রশিল্পী চুণিলাল দেওয়ানের জ্যৈষ্ঠ পুত্র রনজিৎ কুমার দেওয়ান, শিল্পকলা একাডেমির প্রাক্তন কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, রাঙামাটির সূর নিকেতন এর পরিচালক মনোজ বাহাদুর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাগরিকা রোয়াজা চুণিলাল দেওয়ানের স্মৃতিচারণমূরল আলোচনা করেন।
অনুষ্ঠানে বেতার উপস্থাপক মনিষা ত্রিপুরা ও মো. কাওসারের সঞ্চালণায় বাবু চুণিলাল দেওয়ানের পুত্র নিতি প্রসাদ দেওয়ান, পুত্রবধু মনিষা দেওয়ান, নাতনি ও রাঙামাটি পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নারী কাউন্সিলর নির্মলা দেওয়ান, নাতি ডাক্তার রুপম দেওয়ান, ইভেন দেওয়ান, বিপ্লব দেওয়ান ও তাপস দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও কেক কাটা হয়। পরে মনোজ বাহাদুর এর পরিচালনায় বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।