নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে গাদা বন্দুক ও দেশীয় অস্ত্রসহ জেএসএস এর এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জীবতলী ব্যাটালিয়ন সদরের বিশেষ অপারেশনে থাকা টহল দল বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের হিজাছড়ি, দেবাছড়ি, ইছাছড়ি ও হরিণছড়া এলাকায় অভিযান চালিয়ে জেএসএস (সন্তু) কালেক্টর অন্তর চাকমা কে আটক করে।
এসময় অন্তর চাকমার নিকট থেকে ১টি গাদা বন্ধুক, ২রাউন্ড গুলি, চাঁদা আদায়ের নথিপত্র ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সেনাবাহিনীর জীবতলী ব্যাটালিয়ন টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় অন্তর চাকমা হাটুতে গুলিবিদ্ধ হয় এবং তাকে ক্যাম্পে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পরে রাঙামাটি কোতোয়ালী থানার এসআই মো. মহিউদ্দিন এর নেতৃত্বে ৫ সদস্যের পুলিশের নিকট জব্দকৃত মালামালসহ হস্তান্তর করা হয়।