ইকবাল হোসেনঃ
বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলা শাখার নবগঠিত অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- কৃষকলীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আরমান চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা ও কৃষি বিষয়ক সম্পাদক মো. ইউসুফ।
সভায় বক্তব্য রাখেন- জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপায়ন বড়ুয়া।
এসময় কৃষকলীগসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যের আগে জেলা কৃষকলীগের সভাপতি মো. জাহিদ আক্তার নবগঠিক কমিটির সকলকে পরিচিত করে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মুছা মাতব্বর বলেন- কমিটি অনুমোদ দেওয়ার পর আপনাদের দায়িত্ব বেড়ে গিয়েছে। সামনে নির্বাচন আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন- আওয়ামীলীগ সরকার পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। আগামী দিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দীপংকর তালুকদারকে এই আসনে নির্বাচিত করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করারও আহ্বান জানান তিনি।