নিজস্ব প্রতিনিধিঃ
কৃষি সমৃদ্ধ দেশ গঠন ও কৃষকদের চাষাবাদ সহজকরণের লক্ষ্যে রাঙামাটিতে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি প্রকল্পের আওতায় এই কৃষি উপকরণসমূহ বিতরণ করা হয়।
সোমবার (২ অক্টোবর) সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটে এই উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্র বীর বাহাদুর উশৈশিং (এমপি)।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নারী সংরক্ষিত আসনের সাংসদ বাসন্তী চাকমা, উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, জেলা পরিষদ যুগ্মসচিব মোঃ আশরাফুল ইসলাম, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএন (বার), রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি কৃষি সম্ভাবনাময় এলাকা। তবে কৃষি ও ট্যুরিজম নিয়ে ব্যপক উন্নয়ন সম্ভব। এই অঞ্চলের কৃষি খাতকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প হাতে নিয়েছে। হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিনামূল্যে মাল্টা, ড্রাগন, কফি ও কাজুবাদামসহ উচ্চমূল্যের চারা বিতরণ করা হচ্ছে। এই অঞ্চলকে কৃষি কাজে যথাযথ ব্যবহার করতে পারলে দেশের কৃষিখাতে ব্যাপক উন্নয়ন ঘটবে। এখানকার মানুষের জীবনমান পরিবর্তন হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের এক দশমাংশ নিয়ে এই পার্বত্য চট্টগ্রাম। আমরা ঐক্যবদ্ধভাবে এই এলাকার উন্নয়ন করে যাবো। দীপংকর তালুকদারের হাত ধরে এই এলাকায় ব্যপক উন্নয়ন হয়েছে। আগামীতেও আমরা ক্ষমতায় আসলে ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলের উন্নয়ন করে যাব।
আলেচনা সভা শেষে ৩২০টি পরিবারের মাঝে পাওয়ার ট্রিলার, ধান কাটা মেশিন ও পাম্প মেশিন বিতরণ করেণ অতিথিরা। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাব্যত্যমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ব্যপক পরিকল্পনা রয়েছে। বেশকিছু প্রকল্প ইতোমধ্যে পক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুত তা বাস্তবায়ন হবে।