নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে কৃষকদলের কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পৌরসভার ৫নং ওয়ার্ডের লেমুছড়িতে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
এতে জেলা কৃষকদলের সভাপতি অলোকপ্রিয় চৌধুরী রিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিইল হোসেন বাবলুর সঞ্চালনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি বাবুল আলী, সহ কৃষি বিষয়ক সম্পাদক সলিম উদ্দিন বাহারি, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান সহ বিএনপি ও কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২ মাস ২১ দিন দীর্ঘ কারাগারে থাকা পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আল মামুন কে ফুল দিয়ে বরন করে নেন অতিথিরা।
ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।